
প্রকাশিত: Mon, Feb 20, 2023 4:39 PM আপডেট: Wed, Apr 30, 2025 1:51 AM
মির্জা ফখরুল ইউনাইটেড হাসপাতালে ভর্তি
রিয়াদ হাসান: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ইউনাইটেড হাসপাতালের সিএইচডিইউতে অবজারভেশনে রাখা হয়েছে। বেলা ২টার দিকে হাসপাতালে তার চিকিৎসার খোঁজখবর নেন দলটির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, ওনার রক্তসহ নানা ধরনের পরীক্ষা করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো ধরনের জটিলতা খুঁজে পাননি তারা।
সোমবার দুপুর ১১টার দিকে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে হঠাৎ অসুস্থবোধ করায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়।
ডা. জাহিদ সাংবাদিকদের বলেন, মহাসচিব অসুস্থতাবোধ করায় অফিসের সহকর্মীরা তাকে জরুরিভাবে ইউনাইটেড হাসপাতালে কার্ডিওলজি বিভাগে ডাক্তার মমিনুজ্জামানের তত্ত্বাবধানে ভর্তি করানো হয়েছে। এখানে তার ইজিসি’সহ সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। আলহামদুলিল্লাহ কোনো ধরনের জটিলতা পাওয়া যায়নি। পরীক্ষার রিপোর্টগুলো পাওয়ার পর চিকিৎসকরা যে ধরনের অবজারভেশন দেবেন সেই মোতাবেক চিকিৎসার সিদ্ধান্ত হবে।
তিনি বলেন, সব পরীক্ষার রিপোর্ট দেখার পর চিকিৎসকরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। উনার প্রচণ্ড ধকল গেছে। ভাবি (মির্জা ফখরুলের স্ত্রী) অসুস্থ, উনার ভাই গতকাল রাতে অ্যাক্সিডেন্ট করে এভার কেয়ার হাসপাতালে ভর্তি। দলের আবার আজকে প্রোগ্রাম আছে। সবকিছু মিলিয়ে তিনি ধকল মধ্যে ছিলেন। এ কারণে কাজ করতে করতে এক পর্যায়ে অসুস্থ বোধ করেন।
উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য গত ১০ ফেব্রুয়ারি সস্ত্রীক সিঙ্গাপুরে যান ফখরুল। সেখানে সুপ্রিম ভার্সুলার অ্যান্ড আন্তর্জাতিক ক্লিনিকে চিকিৎসা নিয়ে গত ১৬ ফেব্রুয়ারি দেশে ফেরেন তিনি। মির্জা ফখরুলের বর্তমান বয়স ৭৫ বছর। তিনি উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছেন। মহামারিকালে দুবার করোনায় আক্রান্ত হয়েছিলেন এ রাজনীতিক। সম্পাদনা: এল আর বাদল
আরও সংবাদ
[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন
[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের
[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের
[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল
[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
[১]জামায়াত নিষিদ্ধ নিয়ে মির্জা ফখরুল বললেন, স্বৈরাচার সরকাররা এ ধরনের সিদ্ধান্ত নেয়

[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন

[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের

[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের

[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল

[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
